Ahkam e zindagi bangla pdf আহকামে জিন্দেগী
| Author: বাংলা ইসলামিক বুক | Date: Apr 20, 2015 | Time: 4:57 pm | Category: বাংলা ইসলামিক বই | 2 Comments
ahkam e zindagi bangla pdf আহকামে জিন্দেগী
“আহকামে জিন্দেগী” বাংলা কিতাব খানার লেখক হচ্ছেন ‘মাওলানা হেমায়েত উদ্দিন’। এই ইসলামিক বাংলা কিতাবখানার সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে, একটি অসাধারণ ইসলামি কিতাব। কারণ এটি এমন একটি bangl kitab যা শুধুমাত্র কোন নির্দিষ্ট কোন বিষয়য়াদী নিয়ে নয়, বরং একজন মুসলিমের সম্পূর্ণ জীবনের তথা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রায় সকল বিষয়াদী সম্পর্কে যথেষ্ট ধারণা দেয়া হয়েছে।
আহকামে জিন্দেগী -ahkam e zindagi bangla pdf নামক Bangla Kitab খানা ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
“আহকামে জিন্দেগী” bangla kitab খানার লেখক হযরত মাওলানা হেমায়েত উদ্দিন সাহেবের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম—bangladeshb
Bangla Kitab ইসলাম মানব জীবনের মুকাম্মাল হেদায়াত ও পূর্ণ দিক নির্দেশনা। মানব জীবনের সর্ববৃহৎ বিষয় থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের ব্যাপারেও ইসলামের দিক নির্দেশনা ও নীতিমালা রয়েছে। জীবনের এমন কোন বিষয় নেই যেখানে ইসলাম নিরব; এমন কোন ক্ষেত্র নাই যেখান ইসলামের নীতি ও দিক নির্দেশনা অনুপস্থিত। উম্মতের ফুকাহা, উলামা, বুযুর্গানে দ্বীন ও মনীষীগণ কুরআন এবং হাদীস থেকে চয়ন করে এসব নীতিমালা ও দিক নির্দেশনাবলী বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, মানুষের সামনে তুলেধরেছেন, যেন মানুষ সেগুলো জেনে সে অনুযায়ী তার পূর্ণ জীবন ঢেলে সাজাতে পারে এবং যেন মানুষ এভাবে পূর্ণ মুসলমান হতে পারে। যে পূর্ণ মানে সেই তো পূর্ণ মুসলমান।
মানব জীবনের বিভিন্ন দিক ও বিষয় সম্পর্কে উম্মতের এসব লেখনী শত শত গ্রন্থে এবং বিভিন্ন ভাষায় রচিত গ্রন্থে ছড়িয়ে রয়েছে; যার সবটা বোঝা এবং সবটা গ্রহণ করা সকলের পক্ষে দুঃসাধ্যও বটে। এ প্রেক্ষিতে প্রয়োজন ছিল একটি গ্রন্থেই সহজ সরল ভাষায় সব ধরণের তথ্য এবং জীবনের সব আহকাম যথাসাধ্য একত্রিত ভাবে পেশ করার। এই ভিত্তিতে ‘আহকামে যিন্দেগী’ নামক এ গ্রন্থটি রচনা ও সংকলণের প্রয়াস
একটি Bangla Kitab গ্রন্থে ই জীবনের সব কিছু নিয়ে আলোচনা করা ও যাবতীয় হুকুম-আহকাম বিশদ ব্যাখ্যা সহকারে বয়ান করা সম্ভব নয় তা সকলেরই বোধগম্য। তাই এ গ্রন্থে বিরল বিষয়াদি বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় বিষয়ের মধ্যেই আলোচনাকে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং আলোচনা সংক্ষিপ্তভাবে করা হয়েছে, দার্শনিক ও বিবরণমূলক আলোচনার বাহুল্য বর্জন পূর্বক ব্যবহারিক ও আমলের সাথে সংশ্লিষ্ট বিষয়কেই প্রাধান্য দেয়া হয়েছে। ahkam e zindagi bangla pdf
মানব জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়াদিকে সাধারণতঃ পাঁচ ভাগে বিভক্ত করা হয়-ঈমান আকীদার সাথে সম্পর্কিত, কিছু ইবাদতের সাথে সম্পর্কিত, কিছু মুআশারাত তথা পারস্পরিক আচার ব্যবহার, পারস্পরিক অধিকার ও সমাজ সামাজিকতার সাথে সম্পকির্ত, আর কিছু আখলাকিয়াত তথা তায্ কিয়া বা আধ্যাত্নিক সংশোধন ও চরিত্রের সাথে সম্পর্কিত। আলোচ্য গ্রন্থে জীবনের যাবতীয় হুকুম আহকামের বর্ণনাকে এভাবেই বিন্যস্ত করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রের দুআ-দুরূদ এবং যিকির-আযকারও সংশ্লিষ্ট স্থানে উল্লেখ করে দেয়া হয়েছে। এ Bangla Kitab গ্রন্থটির ভাষা ও বর্ণনা ভঙ্গি সহজ সাবলীল রাখা হয়েছে, যাতে সর্বস্তরের মানুষ এ থেকে সহজে উপকৃত হতে পারেন। ahkam e zindagi bangla pdf
Ahkame Jindegi kitab কিতাবটির প্রত্যেক টি মাসআলার সাথে দলীল ও বরাত উল্লেখ করলে গ্রন্থের কলেবর বৃদ্ধি পাবে এবং বর্ণনার সবলীলতা বিনষ্ট হবে- এই আশংকায় সাধারণ, প্রচলিত এবং সুবিদিত মাসায়েলর দলীল বা বরাত উল্লেখ করা হয়নি। বিশেষ বিশেষ ক্ষেত্রে তুলনামূলক অপ্রসিদ্ধ শুধু বরাত উল্লেখ করেই ক্ষান্ত করা হয়েছে। দুআ-দুরূদ ইত্যাদির তর্জমা বর্ণনা করে গ্রন্থের কলেবর বৃদ্ধি করতে চাইনি। কেউ তার প্রয়োজন বোধ করলে উলামায়ে কেরাম থেকে জেনে নিতে পারবেন। আর দুআ-দুরূদ ইত্যাদির বাংলা উচ্চারণ লিখে দেইনি এ কারণে যে, এত যারা আরবী পড়তে জানেন না তাদের আরবী পড়া না শিখে চলতে থাকাকে সমর্থন বা আরও দীর্ঘায়িত করা হয়। তদুপরি বাংলা উচ্চারণ দেখে কখনই শুদ্ধ পড়া সম্ভব নয় এবং অশুদ্ধ পড়লে অনেক ক্ষে্রেত তা গোনাহের কারণ হয়ে দাঁড়ায়।…………………………>>>>>>>>>>>>>>> সম্পূর্ণটা পড়তে হলে এখানে ক্লিক করে এই বাংলা কিতাব খানা ahkam e zindagi bangla pdf ডাউনলোড করে নিন।
ami akama gindegi boi ti download korte parci na,keno?
ডাউনলোডের নিয়মাবলী দেখুন…
https://banglaislamicbook.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80/