নীতিমাল
বিসমিল্লাহীর রহমানির রহীম
বাংলা ইসলামিক বুক . কম এর নীতিমালা:
একটি ভালো কিছু করতে হলে অবশ্যই আমাদেরকে একটি সু-নির্দিস্ট নীতিমালা নিয়ে এগিয়ে যেতে হবে। তাই সাইটটি খুলেই প্রথমেই নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছি। আপনারাও নীতিমালা বা সাইট সম্পর্কে আপনার নিজস্ব মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা অবশ্যই আপনার মতামতকে প্রাধান্য দিব ইনশআল্লাহ।
১. বাংলা ইসলামিক বুক.কম (BIB) তে প্রকাশিত সকল লেখা ইসলামিক সম্পর্কিত হতে হবে।
২. অনৈসলামিক কোন পোষ্ট করা যাবে না।
৩. ইসলামের সঠিক আকিদার সাথে সংর্ঘসক জাতীয় কোন লেখা বা মন্তব্য করা যাবে না।
৪. যেহেতু এটি একটি বই শেয়ারিং সংক্রান্ত সাইট তাই আমরা সর্বপ্রথম বলব “আপনি আপনার পোষ্টে একটি বাংলা ইসলামিক বই শেয়ার করুন”।
৫. আপনি আরবি বইও শেয়ার করতে পারেন।
৬. লেখারগুলোর প্রধান ভাষা হবে বাংলা। আপনি প্রয়োজনের তাগিদে যেমন কোন আয়াত বা হাদীসের ক্ষেত্রে আরবিও ব্যবহার করতে পারেন। তবে আরবির নিচে অবশ্যই বাংলা অনুবাদ দিয়ে দিতে হবে।
৭. অযথাই অন্য কোন ধর্মের কুৎসা রচনা করে লেখা প্রকাশ করা যাবে না। যদি অন্য ধর্মের সমালোচনা করতে চান তাহলে অবশ্যই তা গঠনমূলক হতে হবে ও রেফারেন্স উল্লেখ করে দিতে হবে।
৮. পবিত্র কুরআন ও হাদীসের প্রকাশের ক্ষেত্রে অবশ্যই আপনাকে রেফারেন্স দিতে হবে। রেফারেন্স ছাড়া কুরআন ও হাদীস প্রকাশ করা যাবেন না।
৯. আপনি নবীদের জীবনী বা বিভিন্ন ঘটনাবলী তথা হেকায়েতে সাহাবা সম্পর্কেও লেখতে পারেন।
১০. অন্যের লেখা নিজের নামে প্রকাশ না করারই ভালো। তবে যদি অন্য কোন সাইট থেকে লেখা কপি করে প্রকাশ করেন তাহলে অবশ্যই লেখার শেষে মূল লেখকের নাম দিয়ে দিতে হবে। এক্ষেত্রে পূর্বের লিংক সাইটে প্রকাশ না করলেও হবে।
১১. বাংলা ইসলামিক বুক ডটকমে অর্ধেক লেখা প্রকাশ করে, বাকি লেখা পড়ার জন্য অন্য সাইটের বা ব্লগের লিংক দেওয়া যাবে না।
১২. এই নীতিমালা যেকোন সময় পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধন করার অধিকার Bangla Islamic Boock . com রাখে।
১৩. এই নীতিমালা সকলকে মেনে চলতে হবে।