মি‘রাজ ও বিজ্ঞান

| Author: | Date: Jun 27, 2015 | Time: 2:38 pm | Category: আশরাফ আলী থানভী রহ., বাংলা ইসলামিক বই | No Comment

বিসমিল্লাহীর রহমানির রাহীম

আলহামদুলিল্লাহ, আল্লাহ-তায়ালার অশেষ করুণায় আরেকটি বই শেয়ার করতে যাচ্ছি। এই ইসলামিক বাংলা বইটির নাম হলো- “মি‘রাজ ও বিজ্ঞান” লেখক হচ্ছেন, হযরত মাওলানা আশআরাফ আলী থানভী রহ. এবং তরজম করেছেন- মাওলানা শাহ্ মুহাম্মাদ আব্দুল্লাহ।

“মি‘রাজ ও বিজ্ঞান”

বাংলা বইটি যেহেতু হযরত মাওলানা আশআরাফ আলী থানভী রহ. কর্তৃক লিখিত; তাই বুঝতেই পারছেন যে এই বইটি কতটুকু মুল্যবান? তারপরও আপনাদের সুবিধার্থে কিছু অংশ টাইপ করে দিলাম…..

“মি‘রাজ ও বিজ্ঞান” বাংলা বইটির কিছু অংশ….

-সাইয়েদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের নবুয়াত নিদর্শনের কামালাতপূর্ণ আজিমুশশান ঘটানাসমূহের মধ্য হইতে মি‘রাজ একটি সর্বশ্রেষ্ট ঘটনা (মু‘জিয়া)। এই মিরাজ জোহরীর মতানুসারে নবুয়াতের পর ৫ম হিজরীতে হইয়াছিল (ইমাম নাবুবীও এই মত সমর্থন করিয়াছেন)।

সাহাবীগণের মধ্য হইতে যাঁহারা মি‘রাজ হাদীস বর্ণনা করিয়াছেন তাঁহাদের সংখ্যা ২৬ জন, পুরুষ একুশ জন ও মহিলা পাঁচ জন।

১. হযরত ওমর রা.

২. হযরত আলী রা.

৩. হযরত ইবনে মাসউদ রা.

৪. হযরত ইবনে আব্বাস রা.

৫. হযরত ইবনে ওমর রা.

৬. হযরত ইবনে আমর রা.

৭. হযরত উবাই ইবনে কাব রা.

৮. হযরত আবু হুরাইরা রা.

৯. হযরত আবু আনাস রা.

১০. হযরত জাবির রা.

১১. হযরত বুরাইদা রা.

১২. হযরত সমরা বিন জুনদাব রা.

১৩. হযরত হুজাইফা বিন ইয়ামান রা.

১৪. হযরত শাদ্দাদ বিন আউস রা.

১৫. হযরত ছুহাইব রা.

১৬. হযরত মালেক বিন ছ‘ছু রা.

১৭. হযরত আবি উমাম রা.

১৮. হযরত আবু আইয়ুব রা.

১৯. হযরত আবু হাব্বা রা.

২০. হযরত আবু যার রা.

২১. হযরত আবু সাঈদ খুদরী রা.

২২. হযরত আবু সুফিয়ান বিন হারব রা. প্রমুখ বর্ণনাকারী ছিলেন।

২৩. এবং হযরত আয়শা রা.

২৪. হযরত আসমা বিনতে আবি বকর রা.

২৫. হযরত উম্মে হানি রা.

২৬. হযরত উম্মে সালমা রা. মহিলা বর্ণনাকারিনীগণ হিসাবে পরিচয় লাভ করিয়াছেন। উপরোল্লিখিত বর্ণনাকারীগণ ব্যতীত মি’রাজ হাদীস বর্ণনাকারী আরও রহিয়াছেন। কোন কোন ঘটনার বর্ণনা আমি তাহাদের নিকট হইতে লিখিয়াছি।

=================================================================================

সম্পূর্ণ এই ইসলামিক বাংলা কিতাব খানা তে কোরআন-হাদীসের নির্ভরযোগ্য সূত্র ও বিশ্লেষন দিয়ে মিরাজ ও বিজ্ঞানের বিষয়ে আলোকপাত করা হয়েছে। সম্পূর্ণ বইটি ডাউনলোড করার জন্য ডাউনলোড লিংকে ক্লিক করুন।

 

বাংলা ইসলামিক বুক

আসসালামুআলাইকুম। আমি একজন অতি নগন্য সাধারণ মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতেই পছন্দ করি। একটি সু-বিশাল লাইব্রেরীতে এসিস্ট্যান্ট লাইব্ররিয়ান হিসাবে কর্মরত আছি। তাছাড়া ব্লগিং আমার কাছে খুবই পছন্দনীয় একটি বিষয়। তাই চেষ্টা করছি- “আমার ব্লগিং জ্ঞান ও দক্ষতা দিয়ে যদি বিন্দু পরিমাণও দ্বীনের দাওয়াতের খেদমত করতে পারি, তাও নিজের জীবনকে ধন্য মনে করবো।”

More Posts - Website

Follow Me:
Facebook

Leave a Reply

error: Content is protected !!