“রূহে তাসাওউফ” বা মা’রেফাতের মর্মকথা বইটি ফ্রি ডাউনলোড
| Author: বাংলা ইসলামিক বুক | Date: Feb 03, 2015 | Time: 8:39 am | Category: আশরাফ আলী থানভী রহ., বাংলা ইসলামিক বই | No Comment
বিসমিতায়ালা
“রূহে তাসাওউফ” বা মা’রেফাতের মর্মকথা নামক বাংলা ইসলামিক বইটির কিছু অংশ টাইপ করে দিলাম:
তরীকতের শায়েখগণ সম্বন্ধে রিসালা-ই কুশায়রীয়া থেকে চয়নকৃত বিষয়বস্তুঃ
তাসাওউফের মূলঃ
আল্লামা কুশায়রী (রাহঃ) বলেন, আহমদ ইবনে মুহাম্মদের সূত্রে সাঈদ ইবনে উসমান থেকে শুনেছি, তিনি বলেন, আমি হিজরী তৃতীয় শতাব্দীর সু-প্রসিদ্ধ বুযর্গ যুন্নুন মিসরী (রাঃ) – কে বলতে শুনেছি, তরীকতের (তাসাওউফের) মূল ভিত্তি চারটি [ bangla islamic book ]
(১) সর্বশ্রেষ্ট মহাপরাক্রমশালী আল্লাহ র মহব্বত,
(২) দুনিয়ার প্রতি অনিহা,
(৩) আল্লাহ প্রেরিত ওয়াহী তথা কুরআনের তাবেদারী এবং
(৪) অবস্থা পরিবর্তনের ভয়।
সূক্ষতম রিয়াঃ
হিজরী দ্বিতীয় শতাব্দীর বিখ্যাত আউলিয়াদের অন্যতম ফুযায়ল ইবনে আয়ায বলেন, “মানুষের কথা খেয়ালে আসার দরুন আমল ছেড়ে দেয়া মূলতঃ রিয়া। আর মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করা শিরকের অন্তভূক্ত।” [ bangla islamic book ]
ফায়দাঃ
কোন কোন আমল ছেড়ে দেয় এই হেতু যে, তার আমলে রিয়ার অংশ আছে। এই প্রেক্ষিতে হযরত ফুযায়ল ইবনে আয়ায রহঃ বলেন, এটিও ঠিক রিয়ারই একটি শাখা। আসল ব্যাপার হচ্ছে আমল করার সময় মানুষেরই উচিত, কারো দেখা বা না দেখার প্রতি আদো ভ্রূক্ষেপ না করা।
গুনাহের প্রতিক্রিয়াঃ
হযরত ফুযায়েল ইবনে আযাব রহ. বলেন, “আমার দ্বারা কোন প্রকার গুনাহ্ হয়ে গেলে তার প্রতিক্রিয়া স্বীয় গাধা ও খাদিমের চরিত্রেও অনুভব করে থাকি। তারা তখন আমার অবাধ্যতায় লিপ্ত হয়।” [ bangla islamic book ]
নিজেকে দুয়ার মুখাপেক্ষী মনে করাঃ
হিজরী দ্বিতীয় শতাব্দীর বিশিষ্ট বুযুর্গ মারূফ করখী (রঃ) একদা এক পানি বিক্রেতার নিকট দিয়ে যাচ্ছিলেন; সে বলছিল, যে আমার পানি পান করবে, আল্লাহ তার উপর রহমত করুন। মা’রুফ কারখী তখন রোযাদার ছিলেন। এই আওয়ায তখন কর্ণগোচর হলে অগ্রসর হয়ে তিনি পানি পান করে নিলেন। লোক জন আরজ করল, আপনি কি রোযা রাখেন নি? বললেনঃ রোযাতো রেখেছিলাম কিন্তু আমার বিশ্বাস জন্মেছে যে, এ দোয়ার দ্বারা আমার উপর রহমত হবে (যদ্দরুণ রোযা ছেড়ে দিয়েছি) । গ্রন্থকার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, “আমার ধারণা মতে সেটি নফল রোযা ছিল আর সম্ভবত নফল রোযা সম্পর্কে হযরতেরঃ এটাই মাযহাব ছিল, কোন কারণ ব্যতীত।” যেমন ইমাম শাফেয়ী ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম ইসহাক রহ. মাযহাব তাই ছিল। তাদের মাযহাবেও বিনা কারনে……… (বাকি অংশ পড়ুন ডাউনলোড করে।) bangla islamic book
Leave a Reply