তাবলীগের ছয় নম্বর বইটি ডাউনলোড
| Author: বাংলা ইসলামিক বুক | Date: Feb 17, 2016 | Time: 11:18 pm | Category: দাওয়াত ও তাবলীগ, বাংলা ইসলামিক বই | 4 Comments
বিসমিল্লাহীর রহমানির রাহীম
তাবলীগের কাজ কি?
(ছয় নম্বর ও আয়নায়ে হুরের বয়ান সহ)
হাফেজ মাওলানা মুফতী হাবীব ছামদানী
তাবলীগ জামাত আধুনিক যুগের মুসলমানদের এক অপূর্ব ইসলামিক সংগঠন। এই বিশাল ধর্মীয় সংগঠনটি এখন আর নির্দিষ্ট কিছু দেশে সীমাবদ্ধ নয়। সারাবিশ্বেই (প্রায় সকল দেশে) ছড়িয়ে ছিটিয়ে আছেন তাবলীগের দাওয়াতী কাজের মেহনতি দ্বিনের দ্বায়ী ভাইয়েরা। তাবলীগে গেলেই আমির সাহেব ছয় নম্বর শিখায়। যারা তাবলীগে যান নাই, তারা ভাবতে পারেন ছয় নম্বর আবার কি?
তাবলীগের ছয় নম্বর কি?
মূলত ছয় নম্বর হচ্ছে, মুমিনের ছয়টি সিফাত (গুণাবলী)। ওলামায়ে কেরামগণ সাহাবীদের জীবনী বিশ্লেষণ করে যে সিফত বা গুলাবলীগুলো পেয়েছেন সেগুলেকে ক্যাটাগরীওয়াইজ ভাগ করেছেন ছয়টি ভাগে। নিচে তাবলীগের ছয় নম্বরের কিছু অংশ আলোচনা করা হলো:
কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করতে পারলে ইসলামী দ্বীনের উপর চলা অতিসহজ। গুণগুলো হলো এই: (১) কালেমা, (২) নামায, (৩) এলেম ও জিকির, (৪) একরামুল মুসলিমিন, (৫) সহীহ নিয়্যত ও (৬) দাওয়াত ও তাবলীগ।
১। ছয় নম্বরের প্রথম অধ্যায়টি হচ্ছে “ঈমান”
কালেমা: لااله الا الله محصمد رسؤل الله (লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।)
কালেমার অর্থ: আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ স. আল্লাহ তায়ালার প্রেরিত রসূল।
কালেমার উদ্দেশ্য: আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি আল্লাহ ছাড়া সবই মাখলূক। আর মাখলূক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সবকিছু করতে পারেন মাখলূক ছাড়া।
একমাত্র হুজুরপাক স. এর নূরানী (আলোকিত) তরিকায় দুনিয়া ও আখিরাতের শান্তি ও কামিয়াবী।
কালেমার লাভ: যে ব্যক্তি একিন ও এখলাসের সাথে এ কালেমা একবার পাঠ করবে আল্লাহপাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন।
হাদীসে আছে, যে ব্যক্তি প্রতিদিন একশত বার কালেমা পাঠ করবে; কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠাবেন।
হুজুর স. এরশাদ করেন, যেই ব্যক্তি কালিমায়ে তাইয়্যেব একশতবার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠাবেন।
হুজুর স. আরোও এরশাদ করেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করে। অতঃপর কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহপাক তার জন্য জান্নাতের আটটি দরওজা খুলে দেন, সে ব্যক্তি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন।
রাসূল স. বলেন, শিশুরা যখন কথা বলতে আরম্ভ করে তখন তাকে কালিমা শিক্ষা দাও।
রাসূল স. এর এরশাদ, লা-ইলাহা ইল্লাল্লাহর চেয়ে বড় কোন আমল নেই এবং তা গুণাহ মাফ না করাইয়া ছাড়ে না।
কালেমা হাসীল করার তরীকা: এই কালেমা আমি বেশী বেশী পাঠ করি আর লাভ জেনে অপরভাইকে বেশী বেশী দাওয়াত দেই ও দোয়া করি।
২। ছয় নম্বরের দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে “নামায”
৩। ছয় নম্বরের তৃতীয় অধ্যায়টি হচ্ছে “ইলম ও যিকির”
৪। ছয় নম্বরের চতুর্থ অধ্যায়টি হচ্ছে “একরামুল মুসলিমীন”
৫। ছয় নম্বরের পঞ্চম অধ্যায়টি হচ্ছে “সহীহ নিয়্যত”
৬। ছয় নম্বরের ছষ্ঠ ও সর্বশেষ অধ্যায়টি হচ্ছে “দাওয়াত ও তাবলীগ”
সম্পূর্ণ ছয় নম্বর পড়তে ও জানতে এখনই ডাউনলোড করে নিন।
আল্লাহ হাফেজ।
৬ নং এর পুর্ণ বয়ানটা লিখে দিলে ভাল হয়।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইশাআল্লাহ কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ ছয় নম্বর (৬নং) পেয়ে যাবেন।
ডাউনলোড হচ্ছে না তো
ধন্যবাদ, কমেন্ট করার জন্য। আমি এই মাত্র চেক করেছি। তাবলীগের ছয় নম্বর সম্পর্কিত কিতাবটির ডাউনলোড লিংক ঠিক আছে।
1। আপনি প্রথমে ডাউনলোড লিংকে ক্লিক করুন।
2। ব্যাস এবার মিডিয়া ফায়ার থেকে মাত্র এক ক্লিকে সহজেই ডাউনলোড করে নিন।