ইতিহাসের দূর্লভ তথ্যাবলী- যখীরায়ে মালূমাত

| Author: | Date: Jul 11, 2016 | Time: 5:48 pm | Category: ইসলামের ইতিহাস, বাংলা ইসলামিক বই | No Comment

ইসলামের ইতিহাস বই ইতিহাসের দূর্লভ তথ্যাবলী- যখীরায়ে মালূমাত

বিসমিল্লাহীর রহমানির রাহীম

ইতিহাসের দূর্লভ তথ্যাবলী- যখীরায়ে মালূমাত

মাও. মুহাম্মদ গোফরান রশীদী কীরানভী

মুদাররিস, জামেয়া আশরাফুল উলূম গাঙ্গোহ

আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? ভালোত?

আজ যেই বইটি শেয়ার করতে যাচ্ছি এই বইটি অসম্ভব সুন্দর ও ইনফরমেটিভ একটি ইসলামিক বাংলা কিতাব! আপনি কিছুক্ষণ পড়লেই মন চাইবে সম্পূর্ণ বইটি পড়ে উঠতে 🙂

দেখুন বইটির কিছু কিছু অংশ আমি টাইপ করে দিলাম। পড়লেই বুঝতে পারবেন এটিতে খুবই প্রয়োজনীয় এবং মজাদার তথ্যাবলী লিপিবদ্ধ করা হয়েছে।

আবিষ্কার জগতের বিষ্ময়কর তথ্যাবলীঃ

প্রশ্নঃ ঘড়ির আবিষ্কারক কে?

উত্তরঃ খলীফা হারুনুর রশীদ তার খেলাফত যুগে ঘড়ি আবিষ্কার করেন।

প্রশ্নঃ মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক কে?

উত্তরঃ গোটম বুর্গকে মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক বলা হয়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে, সর্বপ্রথম স্পেনের মুসলিমগণ মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন।

জানোয়র সম্পর্কিত তথ্যাবলীঃ

প্রশ্নঃ পৃথিবীতে সর্বপ্রথম কোন জানোয়ারটি অসুস্থা হয়েছে?

উত্তরঃ তুফানের সময় হযরত নূহ আ. এর নৌকায় যেই বাঘটি ছিল সেটিই সর্বপ্রথম অসুস্থ হয়।

প্রশ্নঃ মোরগ এবং গাধা কখন আওয়াজ দেয়?

উত্তরঃ মোরগ যখন ফেরেশতাদেরকে এবং গাধা যখন শয়তানকে দেখতে পায় তখন আওয়াজ দিতে থাকে।

প্রশ্নঃ কোন কোন জানোয়ারের ঋতুস্রাব হয়?

উত্তরঃ তিন প্রকার জানোয়ারের ঋতুস্রাব হয়। যথা- খরগোশ, বিচ্ছু ও বাদুর।

এই রকমের আরোও শত শত প্রশ্নের সঠিক উত্তর রেফারেন্সসহ দেয়া আছে। বইটি ডাউনলোড করে নিতে পারেন এখনই।

বাংলা ইসলামিক বুক

আসসালামুআলাইকুম। আমি একজন অতি নগন্য সাধারণ মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতেই পছন্দ করি। একটি সু-বিশাল লাইব্রেরীতে এসিস্ট্যান্ট লাইব্ররিয়ান হিসাবে কর্মরত আছি। তাছাড়া ব্লগিং আমার কাছে খুবই পছন্দনীয় একটি বিষয়। তাই চেষ্টা করছি- “আমার ব্লগিং জ্ঞান ও দক্ষতা দিয়ে যদি বিন্দু পরিমাণও দ্বীনের দাওয়াতের খেদমত করতে পারি, তাও নিজের জীবনকে ধন্য মনে করবো।”

More Posts - Website

Follow Me:
Facebook

Leave a Reply

error: Content is protected !!