লিখতে বা বই শেয়ার চান?

বিসমিল্লাহীর রহমানির রাহীম

আলহামদুলিল্লাহ। অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন, https://banglaislamicbook.com এ লেখতে বা বিভিন্ন বই শেয়ার করতে অথবা নিজের লেখা বইটি শেয়ার করতে। এই সাইটি নতুন তাই প্রাথমিক অবস্থায় আমরা সকলের জন্য লেখতে বা বই শেয়ার করতে লেখক নিবন্ধন উন্মুক্ত করে দিয়েছিলাম। কিন্তু একধরণের বাজে লোকদের স্প্যামিংয়ের জন্য অবশেষে বাধ্য হলাম লেখক নিবন্ধন বন্ধ করে দিতে। তবে এখনও যারা লেখতে বা কালেকশনে থাকা বই শেয়ার করতে অথবা নিজের লেখা বই শেয়ার করতে চান তাদেরকে আমরা নিজরাই লেখক হিসাবে নিবন্ধন করে দিবো।

আপনি যদি https://banglaislamicbook.com এ লেখতে চান তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ

1। প্রথমে https://banglaislamicbook.com এ যেতে যান।

2। এখন ডানপাশের সাইডবারে দেখুন Login  Register লেখা আছে।

3। নিচের ছবিটি দেখুন………… [ Register এ ক্লিক করুন]

wordpress registration

4। এবার ফর্মটি সঠিকভাবে পূরণ করুন……

wordpress registration form fill-up

Username নামক বক্সে আপনার নামটি ইংরেজিতে লিখুন

Email নামক বক্সে আপনার ইমেইল দিন

Password দুটি ঘরেই পছন্দমত একই পাসওয়ার্ড দিন

ক্যাপচার অংকটি সঠিকভাবে পূরণ করুন

এবং Register এ ক্লিক করুন।

5। এখন নিচের চিত্রটি দেখুন…..

Screenshot_4

আমরা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনাকে সাইটে লেখার সুযোগ করে দিবো। সেই সাথে আপনি যদি সাইটে লেখতে না জানেন তাহলে আমারা আপনাকে ইনশআল্লাহ শিখিয়ে দিবো কিভাবে এই সাইটটিতে লেখবেন অথবা বই শেয়ার করবেন।

আল্লাহ হাফেজ।

বাংলা ইসলামিক বুক

আসসালামুআলাইকুম। আমি একজন অতি নগন্য সাধারণ মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতেই পছন্দ করি। একটি সু-বিশাল লাইব্রেরীতে এসিস্ট্যান্ট লাইব্ররিয়ান হিসাবে কর্মরত আছি। তাছাড়া ব্লগিং আমার কাছে খুবই পছন্দনীয় একটি বিষয়। তাই চেষ্টা করছি- “আমার ব্লগিং জ্ঞান ও দক্ষতা দিয়ে যদি বিন্দু পরিমাণও দ্বীনের দাওয়াতের খেদমত করতে পারি, তাও নিজের জীবনকে ধন্য মনে করবো।”

More Posts - Website

Follow Me:
Facebook

error: Content is protected !!