লিখতে বা বই শেয়ার চান?
বিসমিল্লাহীর রহমানির রাহীম
আলহামদুলিল্লাহ। অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন, https://banglaislamicbook.com এ লেখতে বা বিভিন্ন বই শেয়ার করতে অথবা নিজের লেখা বইটি শেয়ার করতে। এই সাইটি নতুন তাই প্রাথমিক অবস্থায় আমরা সকলের জন্য লেখতে বা বই শেয়ার করতে লেখক নিবন্ধন উন্মুক্ত করে দিয়েছিলাম। কিন্তু একধরণের বাজে লোকদের স্প্যামিংয়ের জন্য অবশেষে বাধ্য হলাম লেখক নিবন্ধন বন্ধ করে দিতে। তবে এখনও যারা লেখতে বা কালেকশনে থাকা বই শেয়ার করতে অথবা নিজের লেখা বই শেয়ার করতে চান তাদেরকে আমরা নিজরাই লেখক হিসাবে নিবন্ধন করে দিবো।
আপনি যদি https://banglaislamicbook.com এ লেখতে চান তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
1। প্রথমে https://banglaislamicbook.com এ যেতে যান।
2। এখন ডানপাশের সাইডবারে দেখুন Login Register লেখা আছে।
3। নিচের ছবিটি দেখুন………… [ Register এ ক্লিক করুন]
4। এবার ফর্মটি সঠিকভাবে পূরণ করুন……
Username নামক বক্সে আপনার নামটি ইংরেজিতে লিখুন
Email নামক বক্সে আপনার ইমেইল দিন
Password দুটি ঘরেই পছন্দমত একই পাসওয়ার্ড দিন
ক্যাপচার অংকটি সঠিকভাবে পূরণ করুন
এবং Register এ ক্লিক করুন।
5। এখন নিচের চিত্রটি দেখুন…..
আমরা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনাকে সাইটে লেখার সুযোগ করে দিবো। সেই সাথে আপনি যদি সাইটে লেখতে না জানেন তাহলে আমারা আপনাকে ইনশআল্লাহ শিখিয়ে দিবো কিভাবে এই সাইটটিতে লেখবেন অথবা বই শেয়ার করবেন।
আল্লাহ হাফেজ।